হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মুজিবুর


প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৯ আগস্ট ২০১৪

যুক্তরাজ্য প্রবাসী বিএনপি সমর্থিত নেতা মুজিবুর রহমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সোমবার রাতে প্রায় সাড়ে তিন মাস নিখোঁজ থাকার পর তাকে গাজীপুরের টঙ্গী থেকে উদ্ধার করা হয়।

জানা যায়, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন। তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কিছুটা কম।

চিকিৎসকরা জানিয়েছেন, তার স্বাস্থ্য পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

উল্লেখ্য, গত ৪ মে হত্যা-গুমের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির এক সমাবেশে যোগ দিয়ে সিলেট যাওয়ার পথে নিখোঁজ হয়েছিলেন মুজিবুর রহমান ও তার গাড়িচালক রেজাউল। নিখোঁজের একদিন পর মুজিবুর রহমানের পরিবারের পক্ষ থেকে সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।