ওয়াশিকুর হত্যা মামলা ডিবিতে


প্রকাশিত: ১১:৩১ এএম, ০১ এপ্রিল ২০১৫

ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার তদন্ত ভার গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে স্থানান্তর  করা হয়েছে। বুধবার মামলাটি ডিবির কাছে স্থানান্তর করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত সোমবার রাজধানীর তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়িতে নিজ বাসার সামনে ব্লগার ওয়াশিকুর রহমানকে কুপিয়ে খুন করা হয়। এসময় দুই ঘাতককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

পরে ওয়াশিকুরের ভগ্নিপতি মনির হোসেন মাসুদ আটক দুইজনসহ মোট চারজনকে আসামি করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওয়াশিকুর মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের হত্যাকান্ডের প্রতিবাদসহ বিভিন্ন ঘটনায় প্রগতিশীল লেখনি চালিয়ে আসছিলেন।

গত মঙ্গলবার মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, গ্রেফতার দুজনের মধ্যে একজন এর আগে নরসিংদীতে জেএমবি কর্মী হিসাবে পুলিশের হাতে আটক হয়েছিলেন। অভিজিত হত্যাকান্ডের সঙ্গে ওয়াশিকুর হত্যার কোনো যোগসাজশ রযেছে কিনা তা খতিয়ে দেখার কথা জানান তিনি।

জেইউ/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।