সোহরাওয়ার্দী উদ্যানে ২০ দলের সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৫ এএম, ১৯ আগস্ট ২০১৪

মন্ত্রিপরিষদে অনুমোদিত জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমাবেশ শুরু হয়েছে।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দুপুর ২টা ৫০ মিনিটে সমাবেশ শুরু হয়। এরই মধ্যে সমাবেশে যোগ দিয়েছেন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।

গত ১ মে’র শ্রমিক সমাবেশের পর এই সমাবেশে বিএনপি ও বিশ দলীয় জোটের প্রধান খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।

ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী সোহেল পরিচালনায় ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত আছে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সদস্য আর এ গণি, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, উপদেষ্টা কাউন্সিলর সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লা ভুলু, মিজানুর রহমান মিনু।

আরও উপস্থিত আছেন ২০ দলীয় জোটের মধ্যে এলডিপি চেয়ারম্যান অলী আহমেদ, জাতীয় পার্টির চেয়ারম্যান রহমান পার্থ, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টি চেয়ার‌ম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াত নেতা সলিম উদ্দিন আহমেদ, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।