ডালিমের টকটকে লালে যেন সাগর-রুনির রক্তই


প্রকাশিত: ০৮:৫৭ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭

চিনুম না ক্যান। ওই যে কড়ই গাছটা দেখতাসন ঠিক তার পাশেই দুইডা সাদা কবর, ওই দুইডাই সাগর-রুনির কবর।

শুক্রবার দুপুরে আজিমপুর কবরস্থানে প্রবেশ পথের অদূরে একজন গোরখোদককে সাগর-রুনির কবরের কথা জিজ্ঞাসা করতেই তিনি এভাবে দেখিয়ে দেন।

সাংবাদিক পরিচয় শুনে তিনি বললেন, আপনারা সারাদেশের মানুষের খবর খুইজ্যা বাইর করেন, কই সাগর-রুনির খুনি কে তা তো বাইর করতে পারলেন না।

dalim

সাগর-রুনি হত্যাকাণ্ডের পাঁচ বছর পূর্ণ হচ্ছে শনিবার। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন এ দম্পতি।

পাঁচ বছরে পুলিশ, ডিবি ও র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা স্পর্শকাতর এ হত্যাকাণ্ডের তদন্ত করলেও খুনি শনাক্ত হয়নি।  

dalim

সাগর রুনির আদরের ছেলে মেঘ বাবা-মায়ের স্নেহবঞ্চিত। এ সাংবাদিক দম্পতি আজিমপুরে যেখানে চিরনিদ্রায় শায়িত সে জায়গাটি এখন সবুজ সতেজ দুর্বা ঘাসে আবৃত। দু’জনের কবরের শিয়রেই ডালিম গাছে লাল টকটকে ফুল ফুটে আছে। নীরবে এ ফুলগুলো যেন সাগর-রুনির রক্তকেই ধারণ করছে।

আজিমপুর কবরস্থানে যারা কবর জিয়ারত করতে আসেন তারা কবর দুটির সামনে থমকে দাঁড়িয়ে নামফলক পড়ে চিনে ফেলেন। সবার মতো তারাও বলেন, আহা! ওদের খুনিরা ধরা পড়লো না।

এমইউ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।