মিন্টু বাতিল, ছেলে তাবিথ বৈধ


প্রকাশিত: ০৬:০১ এএম, ০১ এপ্রিল ২০১৫

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকার উত্তরে মেয়র প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল মিন্টুকে বাতিল ঘোষণা করা হয়েছে।

বুধবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সকাল ১১ টার পর এ ঘোষণা দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে মিন্টুর আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান জানিয়েছেন।

তবে আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিথ আওয়ালের মনোনয়নপত্রকে বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

এর আগে ডিসিসি উত্তর ও দক্ষিণে মেয়র পদে বুধবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা ও কাউন্সিলর পদে বিকেল ৩টায় শুরু হয়েছে, যা বিকেল ৫টা পর্যন্ত বাছাই চলবে।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।