মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিহত


প্রকাশিত: ০৯:১৮ এএম, ১৯ আগস্ট ২০১৪

মালয়েশিয়ায় একটি উড়াল সড়কের কংক্রিটের স্প্যান ধসে মোহাম্মদ এলাহি হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া মোহাম্মদ ফারুক খান ও আলাউদ্দিন মল্লিক নামে অপর দুই বাংলাদেশি শ্রমিক নিখোঁজ রয়েছেন। সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে কোটা দামানসারা এলাকার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পরে রাত আড়াইটার দিকে এলাহির মৃতদেহ উদ্ধার করা হয়।

নির্মানকারী প্রতিষ্ঠান মাস র‌্যাপিড ট্র্যানজিট কর্পোরেশনের (এমআরটি কর্প) এক বিবৃতিতে জানানো হয়, কোটা দামানসারা এলাকার কাছে নির্মাণাধীন একটি উড়াল সড়কের সাড়ে ৬০০ টন ওজনের একটি কংক্রিটের স্প্যান খুলে নিচে পড়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ এলাহি হোসেন। এই দুর্ঘটনার পর থেকে মোহাম্মদ ফারুক খান ও আলাউদ্দিন মল্লিক নামে অপর ২ বাংলাদেশি শ্রমিক নিখোঁজ রয়েছেন।

এদিকে নির্মাণাধীন উড়াল সড়কের ভারি বীমটির নিচে চাপা পড়ে মোহাম্মদ ফারুক খান ও আলাউদ্দিন মল্লিকও নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। হতভাগ্য ওই শ্রমিকদের বাংলাদেশে বাড়ি কোথায় সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।