সিটি নির্বাচন : চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই


প্রকাশিত: ০৫:২৯ এএম, ০১ এপ্রিল ২০১৫

ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে। ডিসিসি উত্তর ও দক্ষিণে মেয়র পদে বুধবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা ও কাউন্সিলর পদে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাছাই চলবে।

এছাড়া বন্দর নগরী চট্টগ্রামে সকাল সাড়ে নয়টা থেকে দিনব্যাপী মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলবে। প্রথমে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। এরপর ১৮টি কাউন্সিলর ও ছয়টি সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়ন বাছাই করা হবে।

ঢাকা দক্ষিণে মেয়র পদে ২৬ জন, ৫৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬৩৬ জন, সংরক্ষিত কাউন্সিলরের ১৯টি পদে ১৫৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা উত্তরে মেয়র পদে ২১ জন, কাউন্সিলর পদে ৪৯৪ জন এবং সংরক্ষিত আসনে ১৫৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চট্টগ্রামে মেয়র পদে ১৩ জন, ৪১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৮৮ জন, সংরক্ষিত কাউন্সিলরের ১৪টি পদে ৭১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।