প্রাণ হারালো পেট্রলবোমায় দগ্ধ আরো একজন


প্রকাশিত: ০৪:২২ এএম, ০১ এপ্রিল ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালের মধ্যে পেট্রলবোমা হামলায় গুরুতর দগ্ধ ট্রাকচালক ইমরান মোল্লা (৩০) মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে ২০-দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালে সহিংসতায় এখন পর্যন্ত ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারালো।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, ইমরানের শরীরের ৫০ শতাংশ আগুনে দগ্ধ ছিল। মঘিরঢালে পেট্রলবোমায় গুরুতর দগ্ধ আরও চারজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

ওই ঘটনায় ইমরান ছাড়াও মারা গেছেন মো. ইয়াদুল (২০), শাকিল মোল্লা (২০), আবদুল মতিন বিশ্বাস (২৫) ও রওশন আলী (৪০)।

উল্লেখ্য, গত ২১ মার্চ সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার মঘিরঢাল এলাকায় মাগুরা-যশোর মহাসড়কে একটি ট্রাকে দুটি পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে নয়জন গুরুতর দগ্ধ হন।


আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।