কামারুজ্জামানের রিভিউ শুনানি ৫ এপ্রিল


প্রকাশিত: ০৩:৩৫ এএম, ০১ এপ্রিল ২০১৫

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের আপিলের রায়ের বিরুদ্ধে করা পুনর্বিবেচনার শুনানি আগামী ৫ এপ্রিল পর্যন্ত মুলতলি করেছে আদালত।

বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আপিল বিভাগের অন্যান্য সদস্যরা হলেন, বিচারপতি আবদুল ওহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এইচ এম সামসুদ্দিন চৌধুরী।

আসামি পক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন অসুস্থ থাকায় উপস্থিত না হতে পারায় অপর আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন তুহিন রিভিউ শুনানি পিছানোর জন্য সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আগামী ৫ এপ্রিল রিভিউ শুনানির জন্য দিন ধার্য করেন।

এসময় কামারুজ্জামানের অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।