দেশে সিনিয়র সিটিজেন ১ কোটি ৩০ লাখ


প্রকাশিত: ১২:০৬ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশে বর্তমানে ১ কোটি ৩০ লাখ সিনিয়র সিটিজেন রয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে রহিম উল্লাহর (ফেনী-৩) এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

এর আগে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বিকেল ৪টা ৫০ মিনিটে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।  
 
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় প্রবীণ নীতিমালার আলোকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৪ সালের ২৭ নভেম্বর ষাটোর্ধ্ব ব্যক্তিদের ‘সিনিয়র সিটিজেন’ ঘোষণা করেন। প্রবীণ দরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ১৯৯৭-৯৮ অর্থবছরে রাজস্ব খাত থেকে মাত্র ১২ কোটি ৫০ লাখ টাকা দিয়ে শুরু হয় বয়স্ক ভাতা কর্মসূচি। বর্তমানে এ কর্মসূচির আকার এক হাজার ৮৯০ কোটি টাকায় পৌঁছেছে। প্রতি মাসে ৫০০ টাকা হারে ৩১ লাখ ৫০ হাজার প্রবীণ এ ভাতার সুবিধা পাচ্ছেন।

এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ঢাকাসহ দেশের সব শহর সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে এ পর্যন্ত এক লাখ ১৫ হাজার ৬০০ জন ক্ষুদ্র ঋণ এবং প্রশিক্ষণের মাধ্যমে ২ লাখ শিশু, কিশোর ও কিশোরী উপকৃত হয়েছে।

এইচএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।