নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরে নারী মহাপরিচালক


প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরে নতুন মহাপরিচালক হিসেবে একজন নারীকে নিয়োগ দেয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (বোর্ড প্রশাসন) বেগম তন্দ্রা শিকদার এ পদে নিয়োগ পেয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো.তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়। তিনি বর্তমানে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডা. কাজী মোস্তফা সারওয়ারের স্থলাভিষিক্ত হলেন।

সম্প্রতি সেবা পরিদফতরকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরে উন্নীত করা হলেও নতুন করে মহাপরিচালক নিয়োগ দেয়া হয়নি। জানা গেছে- স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি আদেশে কাজী মোস্তফা সারওয়ার মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন। এরপর আজ নতুন মহাপরিচালক নিয়োগ দেয়া হলো।

এমইউ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।