৪ পরিদর্শকের পদোন্নতি, ২০ এএসপিকে বদলি


প্রকাশিত: ০৭:০৭ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

পরিদর্শক হতে পদোন্নতিপ্রাপ্ত ৪ কর্মকর্তাসহ বাংলাদেশ পুলিশের ২০ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) মর্যাদার কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
 
এএসপি পদে পদোন্নতিপ্রাপ্ত ৪ জন ইন্সপেক্টরের মধ্যে বরিশালের মো. রেজাউল ইসলামকে পুলিশ হেডকোর্টার্স ঢাকায় (টিআর), সিআইডির মো. সাইফুল ইসলামকে সিআইডি ঢাকায়, ডিএমপির আবু ছালেহ মো. আনছার উদ্দীনকে ৫ম এপিবিএন ঢাকায়, রাঙ্গামাটির মো. আবুল কালাম চৌধুরীকে চট্টগ্রাম শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়।
 
বদলিকৃত বাকি ১৬ জন এএসপিদের মধ্যে র‌্যাবের মো. মিজানুর রহমানকে বাগেরহাটের ফকিরহাট সার্কেল, র‌্যাবের মো. হাসিবুল আলমকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সার্কেলে, র‌্যাবের মো. সাজ্জাদ হোসেনকে জয়পুরহাটের পাঁচবিবি সার্কেলে, র‌্যাবের হাফিজুল ইসলামকে নওগাঁর মান্দা সার্কেলে, খুলনার প্রশান্ত কুমার দেকে খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি), র‌্যাবের মো. সাজ্জাদ হোসেনকে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় (টিআর), ঢাকার মো. আবুল খায়েরকে পঞ্চগড়ের দেবীগঞ্জ সার্কেলে। রাজশাহীর সুশান্ত চন্দ্র রায়কে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় (টিআর), সিআইডির মো. মামুন রানাকে নোয়াখালীর পিটিসিতে, শিল্পাঞ্চল পুলিশের এস এ এম ফজল-ই-খুদাকে বগুড়ার গাবতলী সার্কেলে, ডিএমপির মো. নাসিম মিয়াকে মুন্সিগঞ্জের সিরাজদীখান সার্কেলে, মো. কায়সার রিজভী কোরায়েশীকে ডিএমপিতে, সদর ঢাকার মো. আবুল কাশেমকে আরআরএফ ঢাকায়, মো. আসাদুজ্জামানকে কুড়িগ্রামের নাগেশ্বরী সার্কেলে, রাজশাহীর মো. রফিকুল আলমকে চারঘাট সার্কেলে, র‌্যাবের তানভীর আহমদকে সহকারী পুলিশ সুপার যশোর সদরে বদলি করা হয়েছে।
 
এই আদেশ অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

এআর/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।