বাগেরহাটে ৬ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ০৮:১২ এএম, ১৯ আগস্ট ২০১৪

বাগেরহাটে কোস্টগার্ডের দুই সদস্য ও খুলনা র‌্যাব-৬ এর এক সদস্যকে হত্যার দায়ে ৬ জনকে ফাঁসি এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলায় দু’জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান মঙ্গলবার দুপুর ১২টায় এ রায় দেন।রায়ের সময় খালাস পাওয়া দু’জন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকিরা পালাতক রয়েছেন।

জানা গেছে, ২০০৬ মংলা থানায় র‌্যাব ও কোস্টগার্ড সদস্যদের হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ৮ বছর পর এ রায় দেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।