নেত্রকোনায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের ফাঁসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৮ এএম, ৩১ মার্চ ২০১৫

নেত্রকোনায়  স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন আদালত। মঙ্গলবার দুপুরে ট্রাইবুনালের  বিচারক  ড. এ কে এম আবুল কাশেম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, বারহাট্টা উপজেলার অতিথপুর গ্রামের আলী হোসেন ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হরিপুর গ্রামের মামুদ হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৪ জুলাই উপজেলার অতিথপুর গ্রামের জাহাঙ্গীর আলমের দ্বিতীয় শ্রেণির স্কুল পড়ুয়া কন্যা শাবনুর (১০) বিকেলে বাড়ির পাশ থেকে গরু আনতে গেলে আলী হোসেন ও মামুদ হোসেন পাট ক্ষেতে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করে। পরদিন এলাকাবাসী বাড়ির পাশের পাটক্ষেত থেকে শাবনুরের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় শাবনুরের বাবা  জাহাঙ্গীর আলম বাদি হয়ে মামলা করেন।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।