মগবাজারে ৩০ লাখ টাকা ছিনতাই


প্রকাশিত: ০৮:০৩ এএম, ১৯ আগস্ট ২০১৪

রাজধানীর মগবাজারের দিলু রোডে এক ব্যক্তির কাছ থেকে ৩০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালের দিকে আকিজ করপোরেশনের ডিস্ট্রিবিউটার ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিল। সাথে আরও তিন চার জন লোক ছিল। সাইকেলের বক্সে টাকা ছিল। তথন দিলু রোডের মধ্যে ঢোকার পরেই মটরসাইকেল সংযোগে চারপাঁচ জন ছিনতাইকারী টাকা গুলি করে টাকা নিয়ে যায়।

তবে এতো টাকা নিয়ে এভাবে যাওয়া ঠিক হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের কাছে সাহায্য চাইলে আমরা লোক পাঠিয়ে সাহায্য করতাম। কিন্তু আমাদের ঘটনা জানানো হয়নি।

সিসি টিভি মনিটরিং করে আমরা ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করার চেষ্টা করছি বলেও জানান তিনি।

এ ঘটনায় আহত প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার হারুণ অর রশিদ ও নিরাপত্তাকর্মী আলতাফকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।