নতুন ইসির শপথ ১৫ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নতুন নির্বাচন কমিশনাররা আগামী ১৫ ফেব্রুয়ারি (বুধবার) শপথগ্রহণ করবেন। ওই দিন বেলা ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। মঙ্গলবার সন্ধ্যায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন ইসির গণসংযোগ কর্মকর্তা আসাদুজ্জামান।

জানা গেছে, কাজী রকিবউদ্দীন আহমদসহ তিন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ৮ ফেব্রুয়ারি এবং নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ ১৪ ফেব্রুয়ারি পাঁচ বছর মেয়াদ পূর্ণ করবেন। ফলে ১৫ ফেব্রুয়ারি নতুন কমিশনাররা শপথগ্রহণ করে দায়িত্বভার গ্রহণ করবেন।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব খান মোহাম্মদ নুরুল হুদাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এছাড়া ইসির অপর চার কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন।

এইচএস/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।