৭ লাখ ৪৮ হাজার স্মার্টকার্ড বিতরণ হয়েছে


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

ঢাকা মহানগরীর ১০ টি থানা নির্বাচন অফিস এবং কুড়িগ্রামের ফুলবাড়ী  উপজেলার  জনগণের মাঝে ৭ লাখ ৪৮ হাজার ৪২২ নাগরিককে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার জাতীয় সংসদে মুহাম্মদ মিজানুর রহমানের ( খুলনা-২) এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ কর্মসূচির আওতায় এখনো বিভাগীয় শহর খুলনায় স্মার্টকার্ড বিতরণ শুরু হয়নি । বর্তমানে প্রথম পর্যায়ে ঢাকা সিটি কর্পোরেশনে স্মার্টকার্ড বিতরণ চলছে।   

তিনি আরও বলেন,  দ্বিতীয় পর্যায়ে দেশের অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় স্মার্টকার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকায় স্মার্টকার্ড বিতরণ করা হবে।

এইচএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।