রাতেই আসছে সংক্ষিপ্ত তালিকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৫ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৭

নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি কর্তৃক প্রস্তাবিত সংক্ষিপ্ত নামের তালিকা রাতেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
Committee
তিনি বলেন, রাত ৯টায় মন্ত্রিপরিষদ বিভাগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে নামের তালিকা প্রকাশ করা হবে। সব তথ্য সেখানে জানিয়ে দেয়া হবে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কমিটির আহ্বায়ক বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের কমিটি বঙ্গভবনে প্রবেশ করে। এর আগে বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করে ১০ জনের নাম চূড়ান্ত করে সার্চ কমিটি।

গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে ৬ সদস্যের একটি সার্চ কমিটি গঠন সংক্রান্ত গেজেট প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রথম বৈঠকে সার্চ কমিটি দেশের ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত গ্রহণ করে। ওই বৈঠক থেকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম প্রস্তাব করার আহ্বান জানানো হয়। পরে আরও ৪ বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় করে সার্চ কমিটি।

২৬টি রাজনৈতিক দলের কাছ থেকে প্রাপ্ত ১২৫টি নাম থেকে ২০টি নামের একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়। এই সংক্ষিপ্ত তালিকা থেকে ১০ নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে সার্চ কমিটি।

উল্লেখ্য, বর্তমান সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন ইসির মেয়াদ শেষ হচ্ছে ৮ ফেব্রুয়ারি। অবশ্য একজন কমিশনার একেএম শাহনেওয়াজের মেয়াদ শেষ হবে ১৫ ফেব্রুয়ারি।

এইউএ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।