ভিসা ছাড়াই রাশিয়া সফর করবেন সরকারি কর্মকর্তারা
কূটনৈতিক ও সরকারি কর্মকর্তারা ভিসা ছাড়াই ৩০ দিনের জন্য রাশিয়া সফর করতে পারবেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়া সরকারের কাছ থেকে ১২ জানুয়ারি এ সংক্রান্ত চুক্তির চূড়ান্ত চিঠি পাওয়া যায়। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে চুক্তিটি কার্যকর হবে।
২০১৬ সালের ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ভি লাভরন নিজ নিজ দেশের পক্ষে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছিলেন।
এইউএ/এসএইচএস/পিআর