কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছেন যারা


প্রকাশিত: ০৩:৪৯ এএম, ০২ জুলাই ২০১৪

বিশ্বকাপের ২০তম আসরে অংশগ্রহণকারী ৩২ দলের মধ্যে এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ৮ দল। আর প্রথম ও নকআউট পর্ব মিলে বিদায় নিয়েছে ২৪ দল। এবার কোয়ার্টার ফাইনালের একটি বিশেষ দিক হল প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়নরাই শেষ আটে উঠেছেন। আগামী ৪ ও ৫ জুলাই কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

কোয়ার্টার ফাইনালে আগামী ৪ জুলাই রিও ডি জেনিরিওর মারাকানায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি জার্মানি ও ফ্রান্স এবং দিনের অপর খেলায় বাংলাদেশ সময় মধ্যরাত ২টায় ফোর্তালেজার এস্তাদিও কাস্তিলাওয়ে ব্রাজিল লড়বে কলম্বিয়ার বিপক্ষে।

অন্যদিকে ৫ জুলাই ব্রাসিলিয়ার এস্তাদিও নাসিওনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও বেলজিয়াম এবং একই দিন কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে সালভাদরের এস্তাদিও ফন্তে নোভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় মধ্যরাত ২টায় অনুষ্ঠিত হবে নেদারল্যান্ড-কোস্টারিকা ম্যাচ।

এরআগে ১২ জুন শুরু হওয়‍া বিশ্বকাপের এবারের আসরের প্রথম পর্ব শেষ হয় ২৬ জুন। এরপর ২৮ জুন প্রতি পর্বের শীর্ষ দুই দল নিয়ে মোট ১৬ দল নিয়ে শুরু হয় নকআউট পর্ব।

প্রথম খেলায় স্বাগতিক ব্রাজিল পেনাল্টিতে ৩-২ গোলে চিলিকে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠে। একইদিন অপর খেলায় উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে কলম্বিয়া। ওই ম্যাচে কলম্বিয়ার জেমস রদ্রিগেজ উরুগুয়ের ‍জালে দুইবার বল পাঠিয়ে বিশ্বকাপের এবারের আসরে সর্বোচ্চ পাঁচ গোলদাতার তালিকায় উঠে আসেন।

২৯ জুন অনুষ্ঠিত হয় আরও দু’টি ম্যাচ। প্রথম ম্যাচে মেক্সিকোকে ২-১ গোলে হারিয়ে শেষ আট-এ জায়গা করে নেয় ডাচরা। দিনের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে হারিয়ে এবারের বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দেওয়া কোস্টারিকা মুখোমুখি হয় গ্রিসের। অতিরিক্ত সময় পর্যন্ত ১-১ গোলে অমিমাংসিত থাকা ওই ম্যাচে ৫-৩ গোলে গ্রিসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া কোস্টারিকা ইতিহাস তৈরি করে।

৩০ জুন ফ্রান্স ও সুপ‍ার ঈগল খ্যাত নাইজেরিয়ার খেলায় ৭৯ মিনিটে পগবার দেওয়া গোলে এগিয়ে যায় ফরাসিরা। আর ইনজুরি সময়ের আত্মঘাতী গোলে ২-০ তে ম্যাচ হেরে বিদায় নেয় সুপার ঈগলরা। অপর ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে জয় তুলে নিতে অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে হয় জার্মানদের। নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে আলজেরিয়ার জালে দুই বার বল পাঠান জার্মানরা। তবে শেষ মুহূর্তে এক গোল পরিশোধও করে আলজেরিয়া।

নকআউট পর্বের শেষ দিন ১ জুলাই দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হয় অপেক্ষাকৃত দুর্বল সুইজারল্যান্ডের। খেলার নির্ধারিত সময় ছাড়াও অতিরিক্ত সময়ের প্রথমার্ধ থাকে গোলশূন্য। তবে ১১৮ মিনিটে মেসির অ্যাসিস্ট করা বল সুইসদের জালে জড়িয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ডি মারিয়া।আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে রেড ডেভিলস খ্যাত বেলজিয়াম মুখোমুখি হয় যুক্তরাষ্ট্রের।

সারাবিশ্ব এখন তাকিয়ে আছে কোয়ার্টার ফাইনালের দৌঁড়ে টিকে থেকে শেষ পর্যন্ত কারা সেমিফাইনালে ওঠে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।