লি কুয়ান ইউয়ের মৃত্যুতে মন্ত্রিসভার শোক


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ৩০ মার্চ ২০১৫

আধুনিক সিঙ্গাপুরের স্থপতি ও প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ শোক প্রস্তাব গৃহীত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হোসাইন ভূঁইঞা  একথা জানান।

তিনি বলেন, লি কুয়ান ইউ বাংলাদেশের একজন শুভানুধ্যায়ী ছিলেন। তার বিদেশ নীতির কারণে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দৃঢ়তর হয়েছে। তার কারণে সিঙ্গাপুরে ব্যাপক সংখ্যক বাংলাদেশিদের কর্মসংস্থান হয়েছে। তার মৃত্যুতে বিশ্ব একজন প্রজ্ঞাবান দূরদর্শী ব্যক্তিকে হারিয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান লি কুয়ান।

এসএ/এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।