নরসিংদীতে দুর্বৃত্তদের গুলিতে ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ


প্রকাশিত: ০৯:১৮ এএম, ৩০ মার্চ ২০১৫

নরসিংদীর শিবপুরের পুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুল হোসেন পাঠান (৪৫) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার বড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে।

নিহত আরিফ হোসেন উত্তর কারারচর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ও পরপর দুই মেয়াদে নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীও ছিলেন আরিফ হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বড়ইতলা এলাকায় থার্মেক্স গ্রুপের সামনের একটি দোকানে অবস্থান করছিলেন আরিফ হোসেন। এসময় একাধিক মোটরসাইকেলযোগে ৬/৭ জন অস্ত্রধারী এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে পালিয়ে যায়। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ইউপি সদস্য আরিফ হোসেন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসাপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী দুপুর একটা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।