রাজধানীর উত্তরায় রাজউকের উচ্ছেদ অভিযান


প্রকাশিত: ০৯:০৩ এএম, ৩০ মার্চ ২০১৫
ফাইল ছবি

রাজধানীর উত্তরায় হাউজ বিল্ডিং এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক। এসময় ফুটপাথের বেশকিছু অবৈধ দোকানপাট গুঁড়িয়ে দেয়া হয়।

রাজউক জানিয়েছে, উত্তরায় হাউজ বিল্ডিং এলাকার আশেপাশের বেশ কয়েকটি ভবন আবাসিক ভবনের অনুমতি নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার করে আসছে এবং সামনের ফুটপাথ দখল করে ব্যবসা করছিল। আর তাই জনসাধারণের চলাচলের অসুবিধা হওয়ায় ফুটপাথের অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান চালানো হয়েছে।

সেই সাথে ভবনের মালিকদের কাগজপত্র ঠিক করার জন্য নোটিশও দেয় কর্তৃপক্ষ।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।