প্রধানমন্ত্রীকে ডব্লিউআইপি পদক হস্তান্তর


প্রকাশিত: ০৭:০৩ এএম, ৩০ মার্চ ২০১৫

রাজনীতিতে নারী-পুরুষের বৈষম্য কমানোর ক্ষেত্রে দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় নেতৃস্থানীয় ভূমিকা পালনের জন্য প্রাপ্ত উইমেন ইন পার্লামেন্ট (ডব্লিউআইপি) পদক প্রধানমন্ত্রীকে হস্তান্তর করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সোমবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে এ পদক তুলে দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

উল্লেখ্য, গত ২৫ মার্চ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ডব্লিউআইপি সামিটের সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ পদক গ্রহণ করেন।

এসএ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।