সাংবাদিক শিমুল হত্যার বিচার দাবি


প্রকাশিত: ০৮:৪২ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মীরুর গুলিতে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ‘সমকাল সুহৃদ সমাবেশ’।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সমকালের সহকারী সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, নগর সম্পাদক শাহেদে চৌধুরী, সমকাল সুহৃদ সমাবেশের কেন্দ্রীয় সহ-সভাপতি সমুদ্র প্রবাল, ঢাবি সভাপতি আতিকুর রহমান প্রমুখ।

সিরাজুল ইসলাম আবেদ বলেন, সাংবাদিক শিমুলের রক্তাক্ত পরিচয়পত্র সারা দেশের সাংবাদিক সমাজের পরিচয়পত্র হয়ে দাঁড়িয়েছে বলে আমরা মনে করি। আমরা এই মানববন্ধন থেকে সারা দেশে দলীয় হানাহানির মধ্য দিয়ে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানাচ্ছি।

এসময় শিমুলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার পাশাপাশি টেন্ডারবাজি, জবরদখলের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

এমএইচ/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।