কাপড়ের দাগ দূর করতে যা করবেন


প্রকাশিত: ০৭:৪২ এএম, ২৯ মার্চ ২০১৫

কাপড়ে দাগ পড়তে পারে নানা কারণেই। তাই বলে কাপড়টিকেই বাতিল বলে ফেলে দিয়ে নিশ্চয়ই ঠিক নয়। আর দাগ তো দাগই। একবার বসতে পারলে আর উঠতে চায় না, কী করার! দাগ দূর হবে আবার কাপড়েরও ক্ষতি হবে না, কীভাবে? চলুন জেনে নিই-

১. কাপড়ে চা ও কফির টাটকা দাগ লাগলে কুসুম কুসুম গরম পানি ও বোরিক পাউডারের মিশ্রণে ডুবিয়ে রাখুন। এবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

২. সিল্ক অথবা শিফন শাড়িতে যদি মাংস, মাছ বা তরকারির ঝোল লাগে তবে ওই দাগলাগা অংশের নিচে একটা ব্লটিং পেপার ধরুন ও দাগের ওপরে ট্যালকম পাউডার ছড়িয়ে পরিষ্কার রুমাল দিয়ে ঘষতে থাকুন।

৩. রঙিন জামাকাপড় থেকে ফলের রসের দাগ তুলতে প্রথমে কাপড়টা অ্যামোনিয়া এবং পরে পেট্রোলে ভিজিয়ে রাখুন। এতে কাপড়ের রঙের কোনো ক্ষতি হবে না।

৪. পানের দাগ লাগলে সেই অংশে লেবু অথবা দই লাগিয়ে দিলে দাগটা ধীরে ধীরে ফিকে হয়ে আসবে।

৫. বল পয়েন্টের দাগ লাগলে জামার যেখানে দাগ লেগেছে সেখানে তুলোয় করে মিথিলেটেড স্পিরিট নিয়ে ঘষে নিয়ে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন।

৬. সাদা কাপড় ব্যবহার করতে করতে হলদেটে হয়ে গেলে গরম পানিতে গুঁড়ো সাবান দিয়ে ফুটিয়ে নিন। এরপর নীল দিয়ে রোদে শুকিয়ে নিন।

৭. রঙিন কাপড় কাচার আগে পানিতে লবণ মিশিয়ে কাপড় ভেজাবেন। এতে করে রং ওঠার ভয় থাকবে না।

৮. খুব ঘাম যাদের হয় তাদের পোশাক কাচার আগে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে নিন। তারপরে ডিটারজেন্টে ভেজাবেন।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।