‘হকার কেন বেকার’


প্রকাশিত: ০৭:৫৩ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৭

ফুটপাত থেকে উচ্ছেদের প্রতিবাদে রাজধানীর পল্টন এলাকায় বিক্ষোভ-মিছিল করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়। রাজধানীর হকার উচ্ছেদের প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটি এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

মিছিলে সংগঠনটির নেতারা ফুটপাতে হকার বসতে দেয়ার দাবি জানান। তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের উদ্দেশে প্রশ্ন রাখেন ‘হকার কেন বেকার’?

রাজধানীর পুরানা পল্টনে বায়তুল মোকাররমের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নয়াপল্টন হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষে হয়।

সমাবেশে হকার নেতারা বলেন, ‘হকার পুনর্বাসন ছাড়া উচ্ছেদ চলবে না। পৃথিবীর প্রতিটি দেশেই হকার আছে। উচ্ছেদ করলে তারা কি খাবে? তার কেন অনাহারে রয়েছে? ফুটপাতে হকারদের বসতে দিতে হবে।

তারা আরও বলেন, সিটি কর্পোরেশন বুলডোজার চালিয়ে যে ক্ষতি করেছে তাতে হকারররা আজ নিঃস্ব হয়ে পড়েছে। তাদের ক্ষতিপূরণ দিতে হবে।

এমএসএস/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।