সংসদে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা গণতান্ত্রিক


প্রকাশিত: ১১:৩৮ এএম, ১৮ আগস্ট ২০১৪

আদালতের জবাবদিহিতা নিশ্চিত করতেই বিচারপতিদের অভিশংসন বা অপসারণ ক্ষমতা সংসদের হাতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।

সোমবার দুপুরে আইন কমিশনের আযোজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবিধানের ১৬তম সংশোধনী বিলের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আইন কমিশন প্রধান এবিএম খায়রুল হক বলেন, আদালতের জবাবদিহিতা নিশ্চিত করতেই  বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে থাকা উচিত। আর সংসদের হাতে এ ক্ষমতা থাকা গণতান্ত্রিক। উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসন বা অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দেওয়া নিয়ে কোনো ভয়ের কারণ নেই। ১৯৫০ সাল থেকে এটা ভারতে রয়েছে। এটা একটি গণতান্ত্রিক বিষয়।

অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে দেয়া হলে তা সাংঘর্ষিক হবে কি না এমন প্রশ্নের জবাবে সাবেক প্রধান বিচারপতি বলেন, ক্ষমতা হস্তান্তর করা হলে তা সাংঘর্ষিক হওয়ার কোনো আশংকা নেই।

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে গেলে ও এ নিয়ে বিচার বিভাগ ও সংসদের মধ্যে বিরোধ হবে না বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।