ফিনল্যান্ডে বিএনপির স্বাধীনতা দিবস পালন
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে সশ্রদ্ধচিত্তে স্মরণের মধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনল্যান্ড শাখা পালন করেছে এবারের স্বাধীনতা ও জাতীয় দিবস। রাজধানী হেলসিংকির সাবওয়ে রেঁস্তোরায় এ মহান দিবসটির উদযাপনে ছিল আলোচনা সভা ও নৈশ ভোজের।
স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠানে বীর শহীদের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণের পাশাপাশি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বক্তারা বলেন, আমাদের মুক্তিযুদ্ধ ছিল এমন একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার যুদ্ধ যেখানে গণতন্ত্র, অর্থনৈতিক-সাংস্কৃতিক মুক্তি, সাম্য ও সামাজিক সুবিচার সুনিশ্চিত ও সুপ্রতিষ্ঠিত হবে। আমাদের বীর মুক্তিযোদ্ধারা বর্বরতা, হত্যাযজ্ঞ, জুলুম-পীড়ন ও অস্ত্রের শাসনের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন একটি উজ্জ্বল, শান্তিময় ও সমৃদ্ধ স্বদেশের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে। দুর্ভাগ্যের বিষয় প্রায় আড়াই দশকেও সেই স্বপ্ন বাস্তবে রূপায়িত হয়নি। আর তাই সার্বিক জাতীয় মুক্তির সংগ্রাম আজও অব্যাহত রয়েছে।
ফিনল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ আরো বলেন, দেশ এখন এক অস্বাভাবিক পটভূমিতে আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এসেছে, যখন দেশ থেকে গণতন্ত্র নির্বাসিত। ভোটাধিকারসহ প্রায় সব সাংবিধানিক ও মৌলিক অধিকার হারিয়েছেন দেশবাসী। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, অপহরণ, নির্যাতন, পাইকারি গ্রেফতার অবাধে চলছে। স্বজনহারা মানুষের করুণ কান্নায় বাতাস ভারী হয়ে আছে। মানুষের কোনো নিরাপত্তা নেই, অধিকার নেই, স্বাধীনতা নেই। সীমাহীন দুর্নীতি, লুণ্ঠন, অপশাসন, উৎপীড়নে আজ সকল সুবচন নির্বাসিত।
ফিনল্যান্ড বিএনপির সভাপতি জামান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মবিন মোহাম্মদের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন- দলের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর আবুল হাসেম চৌধূরী। আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফিনল্যান্ড বিএনপির সহ সভাপতি এজাজুল হক ভূঁইয়া রুবেল, আওলাদ হোসেন, বদরুম মনির ফেরদৌস, আওলাদ হোসেন, প্রদীপ কুমার সাহা, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক গাজী সামসুল আলম, আবুল কালাম আজাদ, নিজাম আহমেদ, তাজুল ইসলাম ও মোস্তাক সরকার।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফিনল্যান্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি মোকলেসুর রহমান চপল, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল মাসুদ, ইব্রাহিম খলিল, আনোয়ার হোসেন, সাইফুর রহমান সাইফ, আশরাফ উদ্দিন, মনিরুল ইসলাম, সোলেমান মোঃ জুয়েল, সাজ্জাদ মুন্না, নুরুল ইসলাম, সাগর, আরিফুজ্জামান বাবু, মামুন হোসেন, মুকুল হোসেন, সবুজ খান, রাসেল খান, নজরুল ইসলাম, মোঃ জুয়েল, আরিফ আহমেদ, ফাহমিদ-উস-সালেহীন, মোহাম্মদ হাসিব উদ্দিন, সাজিদ খান জনি ও শাকিল নেওয়াজ।
আরএস/আরআই