জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ১১ মার্চ


প্রকাশিত: ১১:৫০ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

‘জাটকা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করব না’ স্লোগান সামনে রেখে ১১ থেকে ১৭ মার্চ পর্যন্ত সারাদেশে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হবে। বুধবার সচিবালয়ে ইলিশ সম্পদ সংরক্ষণ সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় জাটকা সপ্তাহের সাতদিনের কর্মসূচি নির্ধারণ করা হয়।

জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিন মৎস্য ভবনে বেলা ১১টায় সংবাদ সম্মেলন করা হবে বলেও সিদ্ধান্ত হয়। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং সন্ধ্যায় ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

এছাড়া জাটকা সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা বিটিভিসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেলে প্রচার এবং ট্রাকযোগে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ করে মৎস্য অবতরণ কেন্দ্র, আড়ত, মাছ বাজারে জাটকা সংরক্ষণ আইন প্রচারণা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

সভায় কোস্টগার্ডের প্রতিনিধি বলেন, জাটকা রক্ষায় নদীতে আমরা কারেন্ট জাল ব্যবহার না করার জন্য কাজ করছি। তবে যেখানে কারেন্ট জাল তৈরি হচ্ছে সেই জায়গাগুলো আমরা চিনলেও অভিযান চালাতে পারি না। সেখানে পুলিশের অভিযান জোরদার করা উচিত।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক সভায় উপস্থিত পুলিশ প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা অভিযান চালান। কোনো রাজনৈতিক ব্যক্তি বাধা দিলে আমার ওপর ছেড়ে দিন। আমি মোকাবেলা করব।’

মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে সভায় মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মাকসুদুল হাসান খান, মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, বিভিন্ন মন্ত্রণালয়, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব, মৎস্যজীবী সমিতিসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এমইউএইচ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।