সিটি নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ইতিবাচক : সাঈদ খোকন


প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৮ মার্চ ২০১৫

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী  মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অংশগ্রহণ ইতিবাচক।

তিনি বলেন, বিএনপি এ নির্বাচনে অংশ নিয়েছে। এখন জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে।

শনিবার দুপুরে ধানমণ্ডির ৩২ নম্বর রোডে নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।
 
তিনি আরো বলেন, ‘বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল। আমরা চাই সকলের অংশগ্রহণে নির্বাচন হোক। এই নির্বাচনে অংশ নিয়ে বিএনপি সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসবে এটাই আশা করছি।

সাঈদ খোকন বলেন, নির্বাচনে বিএনপির অংশগ্রহণের মধ্য দিয়ে চলমান নৈরাজ্য থেকে দেশ মুক্ত হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে আমি সবার সমর্থন চাই। উনি (হাজী সেলিম) অসুস্থ হয়ে চিকিৎসা নিতে গেছেন। আমি উনার সুস্থতা কামনা করছি।

এসময় ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।