জেএমবির আইটি প্রধানসহ আটক ৪


প্রকাশিত: ০২:০৯ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

রাজধানীর যাত্রাবাড়ী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সারোয়ার-তামীম গ্রুপের আইটি শাখার প্রধান মো. আশফাক-ই-আজম আপেলসহ ৪ জঙ্গি সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় অস্ত্র ও গুলিসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।

মো. আশফাক-ই-আজম আপেলসহ আটক জঙ্গি সদস্যরা হলেন মাহবুবুর রহমান, শাহিনুজ্জামান ও আশরাফুল ইসলাম।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

জেইউ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।