নাখালপাড়া রেল বস্তিতে ভয়াবহ আগুন


প্রকাশিত: ০৭:০৯ পিএম, ৩১ জানুয়ারি ২০১৭

রাজধানীর নাখালপাড়া রেল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ১২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ জানান, রাত ১১টা ৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে মোট ৯টি ইউনিট পাঠানো হয়। সর্বশেষ ১২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার কর্মীরা।

তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।