রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিকভাবে কাজ করবে কমিশন
রোহিঙ্গা নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে কফি আনান কমিশন স্থানীয় ও আন্তর্জাতিকভাবে কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কফি আনান কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের কারণে মাইলের পর মাইল বন শেষে হয়ে গেছে। সামাজিক জীবনেরও সমস্যার সৃষ্টি হয়েছে। যারা বাংলাদেশে এসেছে তারা জীবনটা নিয়ে এখানে আসছিল। তাদের অধিকাংশই আহত। এছাড়া রোহিঙ্গা নারীদের ৮০ শতাংশ ধর্ষণের শিকার হয়েছে।
এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, মিয়ানমার সরকার তো এখানে আসেনি। এখানে একটি কমিশন এসেছে। যদি অন্য কিছু থাকত, তাহলে তো নিশ্চয়ই বলতো।
এইউএ/এএইচ/আরআইপি