সচিবালয়ের গেটে এসে মারা গেলেন মুক্তিযোদ্ধা আলী


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ১৮ আগস্ট ২০১৪
ফাইল ফটো

মুক্তিযুদ্ধের সনদে বানান ভুল থাকায় তা ঠিক করতে ঢাকায় এসে চির বিদায় নিলেন টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা মো. আলী। সোমবার সকাল ১১টার দিকে প্রেসক্লাবের দিকে সচিবালয়ের গেটের সামনে হঠাৎ করেই মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয় লোকজন দৌড়ে গিয়ে তাকে ধরে ফুটপাতের ওপরে তোলেন। কিন্তু মাটিতে পড়ে যাওয়ার সময়েই পৃথিবী থেকে বিদায় নেন তিনি।

খবর পেয়ে শাহবাগ থানার পুলিশের একটি দল আসে ঘটনাস্থলে। হাতে থাকা মোবাইল ফোন ও খাম দেখে পরিচয় নিশ্চিত করেন উপপরির্দশক (এসআই) সুরুজ উদ্দীন। পরে তার মোবাইল ফোন থেকে নম্বর নিয়ে ফোন দিলে দ্রুত ঘটনাস্থলে আসেন জামাই আশরাফুল ইসলাম।

আশরাফুল ইসলাম জানান, তার শ্বশুর একজন মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর সাবেক সুবেদার। তার মুক্তিযোদ্ধার সনদে গ্রামের নাম সাবালিয়ার বানানে ভুল ছিল। সে কারণে তিনি সোমবার সকালে টাঙ্গাইল থেকে ঢাকায় আসেন।

নিহত মুক্তিযোদ্ধার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে বলে জানান জামাই আশরাফুল ইসলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।