বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে সার্চ কমিটি


প্রকাশিত: ১০:৩২ এএম, ৩০ জানুয়ারি ২০১৭

দেশের ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে বসেছেন রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি। সোমবার বিকেল ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়। এর আগে বৈঠকে যোগ দিতে বিশিষ্ট নাগরিকরা বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্টে পৌঁছান।   

তবে বিকেল ৪টা ১০ মিনিটে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জাজেস লাউঞ্জে পৌঁছান।

বিশিষ্ট নাগরিকদের মধ্যে রয়েছেন, শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, হাইকোর্টের সাবেক বিচারপতি আবদুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য এ কে আজাদ চৌধুরী ও এস এম এ ফায়েজ, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, সাবেক দুই নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা।

 
এইউএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।