তিন ধরনের কর্মকর্তাদের আবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়


প্রকাশিত: ০৭:৫২ এএম, ২৭ মার্চ ২০১৫

বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার অন স্পেশাল ডিউটিতে (ওএসডি) থাকা বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাসহ দীর্ঘদিন ধরে মিসপোটিং এবং ইনসিটু রয়েছেন তাদের কাছ থেকে ই-মেইলের মাধ্যমে আবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ সব বিষয় নিষ্পত্তির জন্য আগামী ১২ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্টদের আবদেন চাওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব আব্দুল মান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে যারা এখানো মিসপোটিং ও ইনসিটু এবং ওসডিতে রয়েছেন তাদের বিষয়ে নিষ্পত্তির জন্য নির্দেশক্রমে আবেদন পাঠাতে অনুরোধ করা হয়েছে।

আবেদন পাঠানোর ঠিকানা- [email protected][email protected]। এছাড়া cc দিতে বলা হয়েছে [email protected][email protected] ঠিকানায়।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।