আজ অনুষ্ঠিত হল এসএসসির ৮ মার্চের পরীক্ষা
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের কারণে পিছিয়ে যাওয়া গত ৮ মার্চের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ শেষ হয়েছে।
এসএসসির বাণিজ্য বিভাগের হিসাব বিজ্ঞান এবং দাখিলের রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলমান হরতাল-অবরোধের কারণে রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এসএসসি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী। নিয়মিতভাবে পরীক্ষা অনুষ্ঠিত হলে এবার এসএসসির সব পরীক্ষা গত ১৬ই মার্চ শেষ হওয়ার কথা ছিল।
এআরএস/এমএস