শাহজাহানপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাজধানীর শাহজাহানপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মশিউর রহমান (৩৫) মানবকণ্ঠ পত্রিকার প্রেসে কাজ করতেন। আহতরা হলেন-মো. সুজন (২৮), বাহাদুর (৩৩), আবুল খায়ের (২৭) ও মো. রাসেল (২৬)। তারাও পত্রিকাটির প্রেসে কাজ করেন।
আহত সুজন জানান, তারা বিমানবন্দরের পাশের হাজি ক্যাম্প সড়কে মানবকণ্ঠের প্রেসের কাজ শেষে রাতে পত্রিকা নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে দিতে বের হন। তারা শাহজাহানপুর পিরজঙ্গী মাজারের সামনে আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় পিকআপটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে তিনিসহ ৫ জন আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারে নিয়ে গেলে মশিউর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ছাড়া আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
এআরএস/এমএস