তিন বছরে ৪০ লাখ ৬৪ হাজার মামলা নিষ্পত্তি


প্রকাশিত: ১১:২৪ এএম, ২৯ জানুয়ারি ২০১৭

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান সরকারের আমলে গত তিন বছরে মোট ৪০ লাখ ৬৪ হাজার ৫৩৭ মামলার নিষ্পত্তি হয়েছে।  

রোববার বিকেলে জাতীয় সংসদে ফিরোজা বেগম চিনু (মহিলা আসন-৩৩) ও স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর (পিরোজপুর-৩) প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলাসমূহ নিষ্পত্তিকরণে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, অতিসম্প্রতি ৯ম জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ৭৯ সহকারী জজ/সমপর্যায়ের কর্মকর্তা নিয়োগক্রমে পদায়ন করা হয়েছে। এছাড়া ১০ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে আরও ১১৫ সহকারী জজ/সমপর্যায়ের কর্মকর্তা নিয়োগের জন্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক ইতোমধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে।

অন্যদিকে বিভিন্ন আদালতে বিচারক নিয়োগ, বিচারকদের দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়ন, জনবল নিয়োগসহ নানা উদ্যোগের কথা উল্লেখ করেন মন্ত্রী।

এইচএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।