ভারতের বিদায়ে টিএসসিতে আনন্দ মিছিল


প্রকাশিত: ০১:১৩ পিএম, ২৬ মার্চ ২০১৫

ভারতকে হারিয়ে স্বপ্নের ফাইনালে পৌঁছে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দল হারার পর স্টেডিয়ামের গ্যালারি তো বটেই, গোটা ভারতজুড়েই কান্নায় ভেঙ্গে পড়েছে দেশটির ক্রিকেট সমর্থকরা।

অর্থের জোড়ে বিশ্ব ক্রিকেটে প্রভাব খাটালেও মাঠের খেলায় বৃহস্পতিবার শক্তি দেখাতে পারেনি ভারত। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সেমিফাইনালে তাই স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানের বড় ব্যবধানে ম্যাচ হেরে চলতি বিশ্বকাপ ক্রিকেট থেকে বিদায় নিতে হয়েছে ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়নদের।

কথাটা শুনতে কেমন মনে হলেও অন্তত একটু স্বস্তি পাচ্ছে বাংলাদেশি সমর্থকরা। অস্ট্রেলিয়াকে সমর্থন দিয়ে প্রতিবেশীদের আইসিসি বিশ্বকাপ ২০১৫ থেকে বিদায় করতে পেরে এমনই আনন্দের জোয়ারে ভাসছে বাংলাদেশ। সারা ভারত কাঁদলেও খুশিতে বাংলাদেশ।

বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। বৃহস্পতিবার বিকেল ৫টা ২৫ মিনিটে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে শুরু হয় ৩০-৪০ জন যুবককে নিয়ে। এরপর তাদের সাথে যোগ হয় বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা আরও প্রায় দুই শতাধিক তরুণ-তরুণী।

হাতে প্লাকার্ড, জুতা গায়ে টাইগারদের জার্সি, মুখে নানান স্লোগান। স্লোগানের মধ্যে ঠাই পায়, ‘শেম ভারত শেম, ধোনির দুই গালে জুতা মার তালে তালে, আইসিসির গালে গালে জুতা মার তালে তালে, ভুয়া ভারত ভুয়া, জিতেছে রে জিতেছে বাংলাদেশ জিতেছে। মওকা মওকা ভারত আইসিসিসহ নানান স্লোগান।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।