ফতুল্লায় ওষুধের দোকানে বিস্ফোরণ, আহত ৫


প্রকাশিত: ০৭:৪২ এএম, ১৮ আগস্ট ২০১৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ওষুধের দোকানে বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার ভোর পৌনে ৫টার দিকে পূর্ব সেহাচর লালখাঁ বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন- সেলিনা বেগম (৪০), তার সন্তান পপি (১৭) ও অনিক (১২)। অহত অন্য দুজন হলেন- নৈশ প্রহরী আব্দুর করিম (৫০) ও বারেক (৩৮)।

ফতুল্লা মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, ভোরের দিকে আনোয়ার হোসেনের ওষুধের দোকানটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ওষুধের দোকানের সামনের অংশের দেয়াল ও শার্টার ধসে পড়ে এবং পাশে সেলিনা বেগমের বাড়িতে আগুন ধরে যায়।

এসময় দোকানের পাশে থাকা দুই নৈশ প্রহরী করিম ও বারেকও আহত হন। গ্যাস জমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।