মুক্তিযোদ্ধাদের ফুল ও মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১১:১২ এএম, ২৬ মার্চ ২০১৫

দেশের ৪৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়ে তাদের জন্য ফুল-ফল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন, অ্যাসিস্টেন্ট প্রাইভেট সেক্রেটারি (এপিএস)-১ জাহাঙ্গির আলম এবং এপিএস-২ সাইফুজ্জামান শিখর রাজধানীর মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে এই উপহারগুলো যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করেন।

মুক্তিযোদ্ধারা তাদের কথা স্মরণ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং তাদের পুনর্বাসনের জন্য মোহাম্মদপুরে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, এই আবাসিক ভবনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রায় ৮০টি পরিবার বসবাস করেন।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।