প্রধানমন্ত্রীর সঙ্গে কবরীর সাক্ষাৎ


প্রকাশিত: ০৭:০৯ এএম, ২৬ মার্চ ২০১৫

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী।

বুধবার বিকেল ৫টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। প্রধানমন্ত্রী কবরীকে গভীর আন্তরিকতায় জড়িয়ে ধরেন। বেশ কিছুক্ষণ কথা বলেন দু`জনে।

কবরী ঢাকা উত্তর থেকে মেয়র প্রার্থী হওয়ার কথা জানিয়ে তার সমর্থন চাইলে প্রধানমন্ত্রী মৃদু হেসে বলেন, একজন নারী মেয়র প্রার্থী হলে তো ভালোই হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে কবরী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি নারায়ণগঞ্জের এমপি থাকাকালে এলাকার উন্নয়নে তার (কবরী) ভূমিকার প্রশংসাও করেছেন।

তার ধারণা, ঢাকা উত্তরের মেয়র প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তাকেই সমর্থন দেবেন। কবরী নবম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।