সিটি কর্পোরেশন নির্বাচনে যাবে বিএনপি


প্রকাশিত: ০৫:২৬ এএম, ২৬ মার্চ ২০১৫

লেভেল প্লেয়িং ফ্লিড তৈরি হলে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষে দলটির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মাহবুবুর রহমান বলেন, আন্দোলন ও নির্বাচন একে অন্যের পরিপূরক। তাই আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাবে বিএনপি। তিনি বলেন, অনেক প্রার্থী কারাগারে আছেন। অনেকে আত্মগোপনে আছেন।

নির্বাচনী পরিবেশ ফিরে এলে এবং প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা করতে পারলে বিএনপি নির্বাচনে যাবে। নির্বাচনী বিধি-নিষেধ সব প্রার্থীর জন্য এক হওয়ার দাবি জানান বিএনপির এই নেতা।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের জন্য বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও দলের অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার এক ঘণ্টার ব্যবধানে তারা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বুধবার বিকেল ৩টায় মহানগর বিএনপি নেতা মনিরুল ইসলাম সালামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। অপরদিকে, বিকেল ৪টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে আব্দুল আউয়াল মিন্টুর পক্ষে তার মেজ ছেলে তাসফির এম আউয়াল ও ছোট ছেলে তাজুয়ার এম আউয়াল মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসআই/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।