মুক্তিযোদ্ধা যাচাই কার্যক্রম স্থগিত


প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২৫ মার্চ ২০১৫

উপজেলা পর্যয়ে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভূক্তির আবেদন যাচাই বাছাই কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২৮ মার্চ এ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ না করে চুড়ান্ত তালিকা প্রকাশ না করার বিষয়ে আদালতের দেয়া রুলের পরিপ্রেক্ষিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এ সিদ্ধান্ত নিয়েছে। আদালত কর্তৃক দেওয়া নোটিশ পর্যালোচনা করে উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধার আবেদন যাচাই কার্যক্রম শুরুর নতুন তারিখ জানানো হবে।
 
উল্লেখ্য, আগামী ২৮ মার্চ, ৪ ও ১১ এপ্রিল সারা দেশে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।