শুভ জন্মদিন আসিফ আকবর


প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৫ মার্চ ২০১৫

বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত তারকা আসিফ আকবর। তাকে ভালোবেসে শ্রোতা-ভক্তরা গানের যুবরাজ বলেও সম্মানিত করে থাকেন। ১৯৭২ সালের এই দিনে জন্ম নেয়া এই গানের আইকন আজ ৪৩ বছরে পা দিলেন। আজকের সুন্দর এই দিনটাতে আসিফের কাছের মানুষরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন নানাভাবে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্তদের অন্যরকম ভালোবাসায় সিক্ত হয়েছেন আসিফ।

সবচাইতে মজার ব্যাপারটি হলো, জন্মদিনে নিজেই নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন আসিফ। নিজের ভেরিফাইড ফেসবুক প্যাজের ওয়ালে এক স্ট্যাটাসে তিনি এ উইশ করেন।

আসিফ তার মজাদার স্ট্যাটাসে লিখেছেন, ‘নাহ - গ্যাঞ্জাম করার জন্য পৃথিবীর পাঠানো হয়নি আমাকে। চীৎকার করে কেঁদেই পৃথিবীতে অভিষেক ! সবাই কেঁদেছে । এই কান্নাটা কি প্রলম্বিত হতেই থাকবে ? নাহ – শক্ত হয়ে গেছি আমরা সবাই । রেসের ঘোড়া ! ক্লান্তি থাক বা না থাক , ছুটেই চলতে হবে । জন্মদিনে আপনার অনুভুতি কি মিঃ আসিফ ? সময় নষ্ট হচ্ছে নাকি ? নাহ – শুধু শুধু নেগেটিভ ভাবনা চলে আসে !!! আসলেই কি আমি মিঃ নেগেটিভ ? কাছের জ্ঞানী গুনী মুরুব্বী , শিশু কিশোর আত্মীয় স্বজন, বন্ধু , ভক্ত সবাই আতঙ্কিত । আসিফ আপনি কথাটা ঠিকই বলেছেন কিন্তু এভাবে বললে আপনিতো নাই হয়ে যাবেন !! কথাই যদি ঠিক থাকে তাহলে নাই হবো কেন !!!? জুজুর ভয়ে ? নাহ – ভয় আর টেনশন জয় করেছি । খাবারের কথা মনে হলেই ক্ষুধা লাগে ,এই একটা ব্যাপারে নো কম্প্রোমাইজ । খেতেই হবে !! খাচ্ছি ও ! বেঁচে থাকলে আরো খাবো। কিন্তু মানচিত্রটা খাবোনা ,কাউকে খেয়ে ফেলতেও দিবোনা । অনেক কথা ,চিন্তা মাথায় গিজগিজ করে । থাক আজকে আমার জন্মদিন ,আজকে আর না প্যাচাই !! কৃতার্থ আমি সবার ভালবাসায় !! হ্যাপী বার্থডে মিঃআসিফ !! আপনার অনুভূতি টা কি প্লীজ বলবেন ? জানি আপনার সময় নাই তারপরও প্লীজ অনুভূতিটা !!!!!’

২০০১ সালে প্রথম অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রকাশ করেই রাতারাতি তারকা বনে যান আসিফ আকবর। তার এই অ্যালবামটি দেশের ইতিহাসে সর্বোচ্চ বিক্রিত অ্যালবাম বলে স্বীকৃত।

সে সময় জলে-বনে-মাঠে-হাটে-সর্বত্রই মানুষের মুখে ফিরত আসিফের এ অ্যালবামের গান। বিশেষ করে জনপ্রিয়তা পেয়েছিলো ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘চোখেরই জলে লেখা’, ‘ক্ষমা করে দিও আমাকে’, ‘জ্বালা জ্বালা এই অন্তরে’ শিরোনামের গানগুলো।

এই অ্যালবামের সাফল্যের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি আসিফ আকবরকে। একক, ফিক্সড, চলচ্চিত্র যেখানেই গান করেছেন আসিফ সেখানেই তার গান লুফে নিয়েছেন শ্রোতারা। তার অনেক গান আজও মাুনষের মুখে শোনা যায়।

তবে বাংলাদেশের ক্রিকেট নিয়ে গান গেয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন ক্রিকেট পাগল এই গায়ক। তার ‘বেশ বেশ বেশ-সাবাশ বাংলাদেশ’ গানটি জনপ্রিয়তার বিচারে বাংলাদেশ ক্রিকেটের অঘোষিত থিম সং-এ পরিণত হয়েছে। পৃথিবীর যে প্রান্তেই খেলা হোক, সেখানে বাংলােদেশিরা থাকলে আসিফের এই গানটি বাজতে শোনা যায়।

ক্যারিয়ারে অসংখ্য স্বীকৃতি তিনি অর্জন করেছেন। তারমধ্যে উল্লেখযোগ্য সেরা শিল্পী হিসেবে দুইবার জাতীয় চলচিত্র পুরষ্কার এবং ৬ বার মেরিল-প্রথম আলো পুরস্কার জয়।

আসিফ আকবরের জন্ম কুমিল্লার এক সম্ভ্রান্ত পরিবারে। তার বাবার নাম আলী আকবর ও মা রোকেয়া আকবর। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ষষ্ঠ। ব্যক্তিগত জীবনে তিনি সালমা আসিফ মিতুকে বিবাহ করেন। তাদের রণ এবং রুদ্র নামে দুটি সন্তান রয়েছে।


এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।