৪ দিনের রিমান্ডে পিনাক-৬ এর মালিক ও ছেলে


প্রকাশিত: ০৬:১৫ এএম, ১৮ আগস্ট ২০১৪

মাওয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া লঞ্চ এম এল পিনাক-৬ এর মালিক আবু বকর সিদ্দিক কালু ও তার ছেলে ওমর ফারুক লিমনের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।  

আজ সোমবার বেলা ১১ টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ এই রিমান্ড প্রদান করেন। চট্টগ্রাম থেকে লঞ্চটির মালিক আবু বকর সিদ্দিক কালু ও তার ছেলে লিমনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে লৌহজং থানায় হস্তান্তর করে র‌্যাব। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ জুলহাস ৭ দিনের রিমান্ড আবেদন করে লৌহজং থানা থেকে বৃহস্পতিবার মালিক ও শনিবার তার ছেলেকে মুন্সীগঞ্জ আদালতে পাঠান। আদালত সোমবার রিমান্ডের শুনানির দিন ধার্য করে। আজ সোমবার উভয়ের জামিন নামঞ্জুর করে ৪ দিন করে রিমান্ড প্রদান করা হয়।  

গত ৪ আগস্ট সকাল ১১টার দিকে আড়াই শতাধিক যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের মাওয়ার অদূরে এম এল পিনাক-৬ লঞ্চটি ডুবে যায়। এর পর এ পর্যন্ত ৪৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন ৬১ জন। এ ঘটনায় বিআইডব্লিউটিএ-এর পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বাদী হয়ে লঞ্চের মালিক আবু বকর সিদ্দিককে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে লৌহজং থানায় মামলা দায়ের করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।