ইয়েমেন সীমান্তে সৌদি আরবের সমরাস্ত্র মোতায়েন


প্রকাশিত: ১০:১৯ এএম, ২৫ মার্চ ২০১৫

ইয়েমেন সীমান্তের কাছাকাছি এলাকায় ভারি সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে সৌদি আরব। বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তারা বলেছেন, গোলযোগপূর্ণ ওই এলাকাটিতে ভারি কামানসহ সামরিক সরঞ্জাম মোতায়েন শুরু করেছে সৌদি আরব।

প্রাপ্ত খবরে বলা হয়েছে, ইয়েমেন সীমান্তে সৌদি আরবের সামরিক সরঞ্জাম মোতায়েন সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে ওয়াশিংটন।

সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমান আলে সৌদ ইয়েমেন সীমান্তের কাছে সেনাঘাঁটি ও কয়েকটি প্রশিক্ষণ ভবন স্থাপনের নির্দেশ দিয়েছেন বলে খবর প্রকাশিত হওয়ার পরই ভারি সামরিক সরঞ্জাম মোতায়েন খবর পাওয়া গেল।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।