হরতাল সমর্থকদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ


প্রকাশিত: ০২:২০ এএম, ২৬ জানুয়ারি ২০১৭

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সব চুক্তি বাতিল ও বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে ৭ দফা দাবিতে ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভকারীদের ওপর ব্যাপক কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এসসয় বেশ কয়েকজন অাহত হয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের দমাতে এসময় জলকামানও ব্যববহার করে পুলিশ।

আজ সকালে সরেজমিনে দেখা যায়, হরতালের সমর্থনে পিকেটিং দমাতে এ দিন ভোর বেলা থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। শাহবাগ থেকে পল্টন মোড় পর্যন্ত বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়। দাঙ্গা পুলিশসহ বেশ কয়েকটি জলকামানও চোখে পড়ে এ সময়।



police
সকাল সাড়ে ছয়টার দিকে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল এসে শাহবাগ অবস্থান নিলে পুলিশ মিছিলকারীদের ওপর ব্যাপক কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

বিক্ষোভকারীদের ওপর জলকামানও ব্যবহার করতে দেখা যায় পুলিশকে। এক পর্যায়ে পিঁছু হটে মিছিলকারীরা পল্টনের দিকে ফিরে যান।

পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাও ঘিরে রেখেছে। হরতালের সমর্থনে ক্যাম্পাসের মিছিলগুলো অাটকে দিচ্ছে পুলিশ।

বিক্ষোভকারী অানিস রায়হান বলেন, শান্তিপূর্ণভাবে অামরা মিছিল করে অাসছিলাম। পুলিশ অতর্কিতভাবে অামাদের ওপর টিয়ারসেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহতও হয়।

police
উল্লেখ্য, তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ এক বিবৃতিতে এ হরতাল ও বিক্ষোভের ঘোষণা দেন। হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত ।

এএসএস/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।